ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

হাতিয়ায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিয়ায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। নিহত আশরাফ উদ্দিন হাতিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মৃত জিয়াউল হক তালুক মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি চরকিং ইউনিয়নে।

নিহত আশরাফের বড় ভাই হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবদুল মজিদ জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিনসহ দুই জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গত ২ এপ্রিল  নিহতের ভাই সাইফ উদ্দিন হাতিয়া আদালতে ৮৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/নোয়াখলী/৯ এপ্রিল ২০১৭/মাওলা সুজন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়