ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

আরিচা যমুনা পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বিপৎসীমার উপরে

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আরিচা যমুনা পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বিপৎসীমার উপরে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  এ পয়েন্টে গত ১২ ঘন্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বুধবার ( ১৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে মানিকগঞ্জ পানি বিজ্ঞান শাখার পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীন নদী কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতী, গাজীখালীসহ খালবিলে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে।  ফলে নিম্নাঞ্চলের বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, মানিকগঞ্জে প্রায় সাড়ে চার হাজার হেক্টর ফসলি জমিতে প্রবেশ করেছে জেলার বিভিন্ন নদ-নদীর পানি।  প্রতিদিন নতুন নতুন ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

 

জাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়