ঘোড়াঘাটের ইউএনও’র ওপর সন্ত্রাসী হামলা
দিনাজপুর ও হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আহত ইউএনও ওয়াহিদা খানম
গভীর রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। হামলার ঘটনায় তার বাবাও গুরুতর আহত হয়েছেন।
ইউএনও ওয়াহিদা খানমগুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘোড়াঘাট উপজেলার সরকারি ডাক বাংলোতে এ হামলার ঘটনা ঘটে। হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিক দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক, জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম ও পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়। তবে ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তার কিছুই জানাতে পারেননি তিনি।
জানা গেছে, হামলার সময় ডাক বাংলোতে ইউএনও এবং তার বাবা অমর আলী অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে প্রবেশ করে ইউএনওর ওপর হামলা করে। ইউএনওর চিৎকারে সরকারি কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা ইউএনও’র বাবাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মাহামুদুল আলম রাইজিংবিডিকে বলেন, ইউএনওর বাসায় সন্ত্রাসী হামলার খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/মোসলেম/টিপু
- ৫ বছর আগে ইউএনও’র ওপর হামলা: রবিউলকে আসামি করে চার্জশিট
- ৫ বছর আগে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইউএনও ওয়াহিদা খানম
- ৫ বছর আগে বরখাস্ত হওয়ায় ইউএনওকে হত্যার চেষ্টা করে রবিউল : পুলিশ
- ৫ বছর আগে ওয়াহিদা খানমের অবস্থার আরো উন্নতি
- ৫ বছর আগে অফিসের মালি ইউএনও ওয়াহিদাকে হামলা করেছে: পুলিশ
- ৫ বছর আগে ওয়াহিদা খানমের হাত-পা এখনো অবশ: চিকিৎসক
- ৫ বছর আগে ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার
- ৫ বছর আগে ‘ইউএনও ওয়াহিদার বাসায় চুরির কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি’
- ৫ বছর আগে ইউএনও হত্যাচেষ্টা: আসাদুল ৭ দিনের রিমান্ডে
- ৫ বছর আগে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল: মেডিক্যাল বোর্ড
- ৫ বছর আগে ইউএনও হত্যাচেষ্টা: হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
- ৫ বছর আগে ইউএনও হত্যাচেষ্টা: ২ আসামি ৭ দিন রিমান্ডে
- ৫ বছর আগে ইউএনও হত্যাচেষ্টা: ৩ আসামিকে থানায় হস্তান্তর
- ৫ বছর আগে ইউএনও ওয়াহিদার শরীরে অনুভূতি আছে, শক্তি নেই
- ৫ বছর আগে বরগুনায় ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে আনসার মোতায়েন