ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

আল্লামা শফী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২০, ১৮ সেপ্টেম্বর ২০২০
আল্লামা শফী ঢাকায়

ফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ৮ নম্বর বেডে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন‌্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। 

তাকে পুরান ঢাকার আজগর আলী মেডিক‌্যালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, আল্লামা শফী হুজুরকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেছেন স্বজনরা। গতকাল রাতে চট্টগ্রাম মেডিক‌্যালে ভর্তির পর তার শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। চমেকের আইসিইউতে চিকিৎসাসেবার পর শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে রয়েছে।

হেফাজত ইসলামের নেতারা জানান, হুজুরের বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, বমি ও অস্বাভাবিকভাবে শ্বাসকষ্ট বেড়েছে। ডায়াবেটিসের মাত্রাও বেড়েছে। খাবার খাচ্ছেন না। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ