Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

আল্লামা শফীর মৃত্যুতে সিসিক মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:০০, ১৯ সেপ্টেম্বর ২০২০
আল্লামা শফীর মৃত্যুতে সিসিক মেয়রের শোক

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা শফী কওমি মাদ্রাসা শিক্ষার বিস্তার তথা ইসলামি শিক্ষার প্রসার ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

সিসিকের জনসংযোগ শাখা থেকে শুক্রবার রাতে পাঠানো এ শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেন।

সিলেট/নোমান/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়