ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আল্লামা শফীকে দেখতে হাটহাজারীমুখী জনস্রোত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২০
আল্লামা শফীকে দেখতে হাটহাজারীমুখী জনস্রোত

আল্লামা শাহ আহমদ শফীকে শেষবারের মতো এক নজর দেখতে হাটহাজারী অভিমুখে মানুষের স্রোত সৃষ্টি হয়েছে। 

হাটহাজারী মাদ্রাসা মাঠে রাখা হয়েছে আল্লামা শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স।  হাজার হাজার ভক্ত অনুরাগী অ্যাম্বুলেন্স ঘিরে রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যেই হাটহাজারী মাদ্রাসা মাঠ এবং আশেপাশের সব সড়ক কানায় কানায় ভরে ওঠে। অসংখ্য মানুষের চাপে চট্টগ্রাম নাজিরহাট সড়কে হাটহাজারী অংশে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। 

চট্টগ্রাম মহানগরী এবং জেলার রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, পটিয়া, সীতাকুন্ড, সাতকানিয়াসহ উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম থেকে ভক্ত অনুরাগীরা  আল্লামা শফীকে এক নজর দেখতে ও জানাজায় অংশ নিতে ছুটে আসছেন।

তীব্র জনস্রোত সামাল দিতে মাঠে রয়েছে পুলিশ র্যাব বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  হাটহাজারী উপজেলায় দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

চট্টগ্রাম/রেজাউল/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়