ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাখো মানুষের অংশগ্রহণে আল্লামা শফীর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:১২, ১৯ সেপ্টেম্বর ২০২০
লাখো মানুষের অংশগ্রহণে আল্লামা শফীর জানাজা অনুষ্ঠিত

লাখো মানুষের অংশগ্রহণে দেশের কওমি অঙ্গনের শীর্ষ ব্যাক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে হাটহাজারী মাদ্রাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। 

জানাজার নামাজ শুরুর পূর্বে  আল্লামা শফীর ছেলে সংক্তিপ্ত বক্তব্যে বাবার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থণা করেন এবং তার জন্য দোয়ার আবেদন জানান। 

এই সময় তিনি বলেন ‘আমার বাবা দীর্ঘ ৮০ বছর হাটহাজারী মাদ্রাসার খেদমত করেছেন।  এই দীর্ঘ সময়ে তিনি কাউকে কষ্ট দিয়ে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। 

স্মরণকালের সর্ববৃহৎ এই নামাজের জানাজায় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, দেশের বিভিন্ন পর্যায়ের আলেমগণ এবং আল্লামা শফীর লাখ লাখ ছাত্র, শিষ্য ও ভক্ত অনুরাগী অংশ নেন।

চট্টগ্রাম/রেজাউল/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়