ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

হৃদয়কে নিয়ে দিশেহারা বাবা-মা

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২০  
হৃদয়কে নিয়ে দিশেহারা বাবা-মা

সিরাজগঞ্জের এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন দিনাজপুরের হিলি সিপি রোডের হাফিজুর রহমান হৃদয় (২২)।

হৃদয় প্যানক্রিয়াটাইটিস নামে জটিল রোগে আক্রান্ত।  হৃদয়ের গরীব বাবা শফিকুল ইসলাম হিরু ছেলের অসুস্থতায় দিশেহারা।

হৃদয় ছিলো মেধাবী ছাত্র।  বগুড়ার আইআইটিবি ডিপার্টমেন্ট কম্পিউটার কলেজ থেকে ডিপ্লোমা শেষ করেছে।  যে সময় পরিবারের জন্য আয় রোজগারের কথা, ঠিক তখনই মরণব্যাধির খবরে ভেঙে পড়েন বাবা-মা।  গত দেড়বছর ধরেই ছেলের চিকিৎসা নিয়ে চোখে অন্ধকার দেখছেন তারা।

ছেলেকে বাঁচাতে তার বাবা-মা সংসারের সব শেষ করেও সুস্থ করতে পারছেন না।  চিকিৎসক বলেছেন, হৃদয়ের অপারেশন করতে অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন।  হৃদয়ের বাবা হিলিতে জাকের পরিবহন কোচ কাউন্টারে কাজ করতেন।  বর্তমান কাউন্টারটি বন্ধ রয়েছে।  হিলি পানামা পোর্টে ২০০ থেকে ২৫০ টাকার একটা হাজিরার কাজ করেন।  তার স্বল্প আয়ে সংসার চলে কোন রকম।  তার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। 

হৃদয়ের মা শাপলা বেগম বলেন, ছেলেকে সুস্থ করার জন্য বগুড়া, ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে গিয়েছি।  হৃদয় এখন এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অর্থের কারণে যেতে পারিনি।  ছেলেকে ভাল করার জন্য আমার সংসারে যা সম্পদ ছিলো আজ তা শেষ হয়ে গেছে।  ডাক্তার বলেছেন তার অপারেশন করলে ছেলে সুস্থ হবে।  অপারেশন করতে ১০ লাখ টাকার দরকার।  ছেলেকে বাঁচার জন্য আমি দেশের হৃদয়বান, বিত্তবান, বিভিন্ন সংগঠন ও সরকারের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।  আর্থিক সহযোগীতার জন্য ফোন নাম্বার ০১৭৯৩-৫৫১৭৬১।

হৃদয়ের এমন অবস্থায় পাশে দাঁড়িয়েছে স্থানীয় সংগঠন হাকিমপুর ফাউন্ডেশন।  এই ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার বলেন, হৃদয়কে অনেক কষ্ট করে তার বাবা-মা তাকে লেখাপড়া করিয়েছেন।  তাকে নিয়ে আমরা অহংকার করি।  হৃদয় হিলির গর্ব।  তার এই অসুস্থতার জন্য আমরা মর্মাহত।  তাকে আমরা সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।  আমাদের সংগঠনসহ হিলির আরও দুইটি সংগঠন ‘তারুণ্য শক্তি’ ও ‘উদ্দিপ্ত তরুণ’ মিলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সারাদিন হিলির বিভিন্ন ধনী ও ব্যবসায়ীদের কাছে গিয়েছি।  তাদের কাছে যা পেয়েছি তা হৃদয়ের পরিবারের হাতে তুলে দিয়েছি।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, হৃদয় ভদ্র ছেলে।  এতো অল্প বয়সে তাকে মরণব্যাধিতে আক্রমণ করেছে, এটা খুবই কষ্টের।  আমার কাছেও তার পরিবার এসেছিল।  আমি যথাসাধ্য তাদের আর্থিক সহযোগিতা করবো।  সেই সঙ্গে বিত্তবানদেরকেও হৃদয়ের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

হিলি (দিনাজপুর)/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়