ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তর

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১২ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৪৮, ১২ অক্টোবর ২০২০
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তর

নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেন্দুয়া থানার তদন্তকারী কর্মকর্তা হাবিবুল্লাহ খান সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার গন্ডা ইউপির মরিচপুর গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন মজনু মিয়া। এ ঘটনায় রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে মজনু মিয়াকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

ঘটনার পর থেকে মজনু পলাতক ছিলেন। তাকে ধরতে বিভিন্ন মহলের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গেপ্তার করে।

মজনু মিয়া উপজেলা মোজাফরপুর গ্রামের মনু মিয়ার ছেলে। 

দেবল চন্দ্র/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়