ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ক্রিকেটার মারুফার দায়িত্ব নিলো বিসিবি

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ০৪:৪৮, ১৮ জানুয়ারি ২০২১
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ক্রিকেটার মারুফার দায়িত্ব নিলো বিসিবি

বাবার সঙ্গে কৃষিকাজে ব্যস্ত ক্রিকেটার মারুফা শিরোনামে গত শুক্রবার (১৫ জানুয়ারি) জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে সংবাদ প্রকাশ হয়। সংবাদে মারুফার ক্রিকেটার হওয়ার পেছনে লুকিয়ে থাকা সংগ্রামী গল্পগুলো তুলে ধরা হয়। সংবাদটি নজরে আসে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) । এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যোগাযোগ করেন মারুফা ও তার পরিবারের সঙ্গে। তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন বোর্ড প্রধান।

প্রতিশ্রুতিশীল এবং বিসিবির পরিকল্পনায় থাকায় মারুফাকে ক্রিকেটীয় সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মারুফার বাবাকে চাষ করার জন্য জমি নিতে নগদ টাকা ও দুইটি গরু দেওয়ার কথা বলেছেন বিসিবি সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কথা বলেছেন মারুফার সঙ্গে। তাদের কথা ও চাওয়া জানার পর জমি বর্গা নেওয়ার জন্য নগদ অর্থ ও দুইটি গরু দেওয়ার কথা বলেছেন। মারুফা আমাদের ক্রিকেটার। এর আগে ক্লাব ক্রিকেট খেলেছে। এবার যুব দলে থাকবে। প্রতিশ্রুতিশীল বলেই বোর্ড সভাপতি তার সাহায্যে এগিয়ে গেছে।’

বোর্ডের সাহায্যে উচ্ছ্বসিত মারুফা। উল্লসিত কন্ঠে রাইজিংবিডিকে বলেন, ‘এখন আমি ভালো মানের বল, ব্যাটসহ অন্যান্য সামগ্রী দিয়ে অনুশীলন করতে পারবো। ভালো কোচের তত্ত্বাবধানে থাকবো। ভাবতেই অনেক আনন্দ লাগছে। এবার হয়তো আমার জাতীয় দলে খেলার স্বপ্ন আর কেউ আটকাতে পারবে না।’

অলরাউন্ডার মারুফা আরও বলেন, ‘ক্রিকেট খেলার জন্য অভাব, প্রতিবেশীদের কটুকথাসহ অনেক বাধা এসেছে আমার জীবনে। নীরবে কেঁদেছি। বাধাগুলোকে অনুপ্রেরণা মনে করে সামনে এগিয়েছি। তবে অনেকে ক্রিকেট খেলায় আমাকে সহযোগীতাও করেছে। তাদের কথাও সারাজীবন ভুলবো না।‘

রাইজিংবিডিকে ধন্যবাদ দিয়ে মারুফা বলেন, ‘রাইজিংবিডি আমার খেলার সংগ্রামী জীবন নিয়ে সুন্দর একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদন দেখে বিসিবি’র সভাপতি পাপন স্যার নিজে আমাকে ফোন করে আমার দায়িত্ব নেওয়ার কথা বলেছে। সেই সাথে আমার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে। রাইজিংবিডি’র একটি প্রতিবেদনে আমার জীবন বদলে গেলো। আমার স্বপ্ন পূরণ হওয়ার পথে।’

মারুফা রাইজিংবিডির মতো অন্য সংবাদ মাধ্যমগুলোকেও সমাজের লুকিয়ে থাকা অসহায় মানুষগুলোর মানবিক দিকগুলো তুলে ধরার আহবান জানান। পরিবারপ্রেমী মারুফা আরও বলেন, ‘আমার বাবা-মাসহ পরিবারের সবাই সারাজীবন শুধু কষ্টই করেছে। বাকি জীবনটা তাদের একটু আরাম-আয়েশে রাখার চেষ্টা করবো। গতকাল (শনিবার) হতে ঢাকার খেলাঘরে অনূর্ধ্ব-১৯ উইমেন্স উইং দলের কোচ রুহুল স্যারের অধীনে অনুশীলন করছি।’

এ বিষয়ে মারুফার বাবা আইমুল্লা আবেগে আপ্লুত, ‘অভাবের ও প্রতিবেশীদের কটু কথার কারণে আমার মেয়েকে মাঝে মধ্যে খেলতে আমিও নিষেধ করেছি। কিন্তু সে কোন বাধা না মেনে খেলে গেছে। আমার মেয়ের দায়িত্ব বিসিবি নিয়েছে শুনে খুবেই ভালো লাগলো। তারা আমাকেও জমি ও গরু কিনে দেবে। আমি কতটা খুশি তা বলে বুঝাতে পারবো না।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, মেধাবী ক্রিকেটার মারুফার সব দায়িত্ব বিসিবি নিয়েছে। এটা সত্যিই প্রশংসার একটি কাজ।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়