ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডাচ বাংলা এজেন্টের ৮ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ডাচ বাংলা এজেন্টের ৮ লাখ টাকা ছিনতাই

যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে  আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে দুর্বৃত্তরা।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর খালেকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের স্বত্ত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভরন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

ইনসপেক্টর খালেকুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আসামি ধরতে অভিযানও চলছে।

রিটন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়