মগবাজারে বিস্ফোরণ: আর ‘বাবা’ ডাকা হবে না নোহার
জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোহার সঙ্গে রুহুল আমিন নোমান
বাবার কফিনের দিকে তাকিয়ে আছে দুই বছরের নোহা। আর মায়ের আহাজারিতে ভারী বাড়ির পরিবেশ। কিছু একটা হারানোর শোক মনে হলেও এখনও বুঝতে পারছে না বাবাকে আর কোনোদিন পাবে না নোহা। ডাকতে পারবে না ‘বাবা’ বলে। কয়েকদিন পর ঈদে বাড়ি আসার আসার কথা ছিল বাবা নোমানের। কিন্তু অসময়ে কফিনের বাক্সে ভরে এলো নোমানের মরদেহ।
পুরো নাম রুহুল আমিন নোমান (৩৩)। জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের টিএন্ডটি পাড়ার ডা. খয়বর আলীর একমাত্র ছেলে তিনি। গত রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণে প্রাণ হারান এই যুবক। পুড়ে যায় তার সারা শরীর। মঙ্গলবার (২৯ জুন) সকালে নোমানের মরদেহ দাফন করা হয় তার গ্রামের বাড়ির সরকারি কবরস্থানে।
নোমানের কফিন বাড়িতে এসে পৌঁছালে পরিবার ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নোমানের বাবা ডা. খয়বর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার দুই মেয়ে বড়। সবার ছোট ছেলে ছিল নোমান। নোমান ঢাকার ধানমন্ডির একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষ করে কোম্পানিতে চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও মগবাজার চৌরাস্তার মোড়ের অফিস শেষে মালিবাগের বাসায় ফিরছিলেন। হঠাৎ বিস্ফোরণে ভবনের ছাদ ভেঙে অন্যদের মতো নোমানও ঘটনাস্থলে মারা যায়।
ডা. খয়বর আলী বলেন, বাড়িতে সবার সঙ্গে আগামী ঈদ করার কথা ছিল নোমানের। কিন্তু একটি দূর্ঘটনায় সব শেষ হয়ে গেল। কোনো বাবার জীবনে যেন এমন ঘটনা না ঘটে সেই প্রার্থনা করেন ডা. খয়বর আলী।
শামীম/বকুল
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১১
- ৩ বছর আগে মগবাজারের পরিত্যক্ত সেই ভবনে পঁচা মাংসের দুর্গন্ধ
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার
- ৩ বছর আগে গ্যাস বিস্ফোরণ: যা বলছেন বিশেষজ্ঞরা
- ৩ বছর আগে গ্যাস সিলিন্ডার থেকেই ভবনে বিস্ফোরণ: তদন্ত কমিটি
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ৩ বছর আগে ভবনে বিস্ফোরণ: কারণ জানতে পুলিশের তদন্ত কমিটি
- ৩ বছর আগে ভবন বিস্ফোরণে নিহত দুজনকে খুঁজে পেলেন স্বজনেরা
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: ভূমিকম্প মনে করেছিলেন এলাকাবাসী
- ৩ বছর আগে অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন: হারুনুর রশিদ
- ৩ বছর আগে যে কারণে মগবাজারে বিস্ফোরণ
- ৩ বছর আগে মগবাজারের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সংসদে