ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলা 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৯ জুন ২০২১   আপডেট: ১২:১৫, ২৯ জুন ২০২১
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলা 

মগবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে। মামলায় অবহেলাজনিত প্রাণহানীর অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় অজ্ঞাত ব‌্যক্তিদের আসামি করা হয়েছে। 

রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ জুন সন্ধ‌্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়