মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান (২৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে।
বুধবার (৩০ জুন) সকাল ৬টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ইমরানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ। ইমরান বেঙ্গল মিট এ কর্মরত ছিলেন।
গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত। ২৯ জুন ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। আর আজ হাসপাতালে আরও একজন মারা গেলেন। এখনও হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি আছেন। ওই বিস্ফোরণে রাস্তায় চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস, আশপাশের আরও ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা/বুলবুল/ইভা
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১১
- ৮ মাস আগে মগবাজারের পরিত্যক্ত সেই ভবনে পঁচা মাংসের দুর্গন্ধ
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: আর ‘বাবা’ ডাকা হবে না নোহার
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার
- ৮ মাস আগে গ্যাস বিস্ফোরণ: যা বলছেন বিশেষজ্ঞরা
- ৮ মাস আগে গ্যাস সিলিন্ডার থেকেই ভবনে বিস্ফোরণ: তদন্ত কমিটি
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ৮ মাস আগে ভবনে বিস্ফোরণ: কারণ জানতে পুলিশের তদন্ত কমিটি
- ৮ মাস আগে ভবন বিস্ফোরণে নিহত দুজনকে খুঁজে পেলেন স্বজনেরা
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: ভূমিকম্প মনে করেছিলেন এলাকাবাসী
- ৮ মাস আগে অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন: হারুনুর রশিদ
- ৮ মাস আগে যে কারণে মগবাজারে বিস্ফোরণ
- ৮ মাস আগে মগবাজারের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সংসদে
- ৮ মাস আগে তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ তলিয়ে দেখা হবে: আইজিপি
- ৮ মাস আগে মগবাজারে বিস্ফোরণ: আলামত সংগ্রহ চলছে
- ৮ মাস আগে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ, ধসে পড়তে পারে
- ৮ মাস আগে মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ: পুলিশ
- ৮ মাস আগে বিস্ফোরণের তদন্তে গোয়েন্দা সংস্থাগুলো
- ৮ মাস আগে মূল বিস্ফোরণ মগবাজারের শর্মা হাউসের নিচতলায়
- ৮ মাস আগে বিস্ফোরণে পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত
- ৮ মাস আগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মগবাজারের ওই ভবনে
- ৮ মাস আগে মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত ৭
আরো পড়ুন