ভবন বিস্ফোরণে নিহত দুজনকে খুঁজে পেলেন স্বজনেরা
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনকে শনাক্ত করেছেন তার স্বজনেরা। সোমবার (২৮ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে এসে তাদের লাশ শনাক্ত করেন তারা।
নিহতরা হলেন আবুল কাশেম (৪৫) ও মোস্তাফিজুর রহমান (২৭)।
ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, লাশ দুটি স্বজনেরা শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আবুল কাসেমের ভায়রা ভাই জালাল উদ্দিন জানান, কাশেম আজমেরী পরিবহন চালাতেন। তিনি পরিবহনের মালিকও। রোববার (২৭ জুন) রাতে বাসায় ফিরে না আসায় তাকে স্বজনেরা সন্ধান শুরু করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মর্গে এসে তার লাশ শনাক্ত করা হয়।
মুস্তাফিজের দুলাভাই সাইফ গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারি কবি নজরুল কলেজে পড়াশোনা করতেন মোস্তাফিজ। তবে ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যার পর পর মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় ৩ তলা ভবন বিকট শব্দে বিস্ফোরিত হয়। প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হলেও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ওই ভবনসহ আশপাশের আরো বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
/মাকসুদ/এসবি/
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১১
- ৩ বছর আগে মগবাজারের পরিত্যক্ত সেই ভবনে পঁচা মাংসের দুর্গন্ধ
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: আর ‘বাবা’ ডাকা হবে না নোহার
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার
- ৩ বছর আগে গ্যাস বিস্ফোরণ: যা বলছেন বিশেষজ্ঞরা
- ৩ বছর আগে গ্যাস সিলিন্ডার থেকেই ভবনে বিস্ফোরণ: তদন্ত কমিটি
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ৩ বছর আগে ভবনে বিস্ফোরণ: কারণ জানতে পুলিশের তদন্ত কমিটি
- ৩ বছর আগে মগবাজারে বিস্ফোরণ: ভূমিকম্প মনে করেছিলেন এলাকাবাসী
- ৩ বছর আগে অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন: হারুনুর রশিদ
- ৩ বছর আগে যে কারণে মগবাজারে বিস্ফোরণ
- ৩ বছর আগে মগবাজারের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সংসদে