ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাগুরায় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ২৯ জুলাই ২০২১   আপডেট: ০৮:১৩, ২৯ জুলাই ২০২১
মাগুরায় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

মাগুরা সদর উপজেলার জগদল এলাকায় মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জগদল ইউনিয়নের মিয়া বাড়ি উত্তর পাড়া মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল মোমিন মিয়া (৫০), ওলিয়ার মিয়া (৪৫), মফিজ মিয়া (৪২), রুবেল (২৫), আসর (৩০) ও জয়নব বেগম (৪৫)। আহত সবাই মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। আরও চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জগদল এলাকার মিয়া বাড়ি উত্তর পাড়া মসজিদের পাশের জমি নিয়ে জগদল গ্রামের রুহুল আমিন ও পাশ্ববর্তী মাধবপুর গ্রামের ওলিয়ার রহমানের মধ্যে বিরোধ চলছিল। মসজিদের পাশের জমিতে ওলিয়ারের স্বজনদের কবর রয়েছে। সম্প্রতি মসজিদের সম্প্রসারণ কাজ শুরু হলে কবরের জমির প্রয়োজন দেখা দেখা দেয়। ওলিয়ার রহমান জমি দিতে রাজি না হওয়ায় বিরোধ শুরু হয়।

এক মাস আগে সালিস করে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হয়।

বুধবার সন্ধ্যায় এ নিয়ে রুহুল ও ওলিয়ারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ সদস্য আহত হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

শাহীন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়