ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব, সম্পাদক রফিক 

রংপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ৩০ জুলাই ২০২১  
রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব, সম্পাদক রফিক 

সভাপতি মাহবুব রহমান ও সম্পাদক রফিকুল ইসলাম

রংপুর প্রেসক্লাবে কার্যনিনর্বাহী কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাহবুব রহমান হাবু এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম সরকার নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৪টায় প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৬টায় শেষ হয়। নির্বাচনে ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

আরো পড়ুন:

সহ-সভাপতি পদে আবু তালেব ও আব্দুর রহমান মিন্টু; যুগ্ম সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী; কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ সরকার; ক্রীড়া সম্পাদক পদে নাজমুল ইসলাম নিশাত; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ কে এম মঈনুল হক; সদস্য পদে মোনাব্বর হোসেন, মমিনুর ইসলাম, জাকির হোসেন ও সাব্বির আরীফ মোস্তফা পিয়াল নির্বাচিত হয়েছেন। 

দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী না থাকায় সিদ্দিকুর রহমান সিদ্দিক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক এই নির্বাচনে কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পরিচালনা করেন। গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়