ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দিনাজপুরে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২১
দিনাজপুরে করোনা ও উপসর্গে দুইজনের মৃত্যু

দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গরবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে।  অন্যদিকে নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় ১৮৩ জনের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।  মোট আক্রান্ত ১৪ হাজার ৫৮৩ জন।

২৪ ঘণ্টায় ১২ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৪ হাজার ২০৪ জন। বর্তমানে রোগী রয়েছেন ৯১ জন।  সর্বশেষ করোনা শনাক্তের হার ৫.৪৬।

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়