ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিবন্ধী হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:২৯, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রতিবন্ধী হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

পাবনায় শারীরিক প্রতিবন্ধী যুবক সেলিম বিশ্বাস (২৬) হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পাবনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার বজ্রনাথপুর গ্রামের আজমত প্রামানিকের ছেলে জহুরুল ওরফে মুন্না (৩৫) ও বলরামপুর মহল্লার আব্দুল আজিজের ছেলে আযাদ হোসাইন (৩৩)।  

রাষ্ট্রপক্ষে পিপি দেওয়ান মজনুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সনৎ কুমার বাবু মামলাটি পরিচালনা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২ জুন রাতে বজ্রনাথপুরের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় দুইজন যুবক মিলে প্রতিবন্ধী যুবক সেলিমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও সেলিমের কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশের একটি কলাবাগানের ভেতর থেকে সেলিমের লাশ উদ্ধার হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করে। প্রেম ঘটিত কারণেই সেলিমকে হত্যা করা হয়েছে।

ওই ঘটনায় একই বছরের ৪ জুন সেলিমের বাবা আজহার আলী নাম না জানা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্ত করে দুইজনকে গ্রেপ্তার করে।

দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত সেলিম হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

শাহীন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়