ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২১  
১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী

কিশোরী অপহরণের দায়ে অভিযুক্ত রাশেদুজ্জামান বাপ্পি

বাগেরহাটে ১১ দিনেও উদ্ধার হয়নি স্কুলে যাওয়ার পথে অপহৃত ১৫ বছর বয়সী কিশোরী। এদিকে দিন যত যাচ্ছে ততোই ওই কিশোরীর বাবা-মায়ের আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। যেকোন মূল্যে মেয়েকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন বাবা-মা।

বাগেরহাট সদর উপজেলার লাউপালা এলাকা থেকে অপহৃত ওই কিশোরীর এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

অপহৃত কিশোরীর বাবা বলেন, ‘৯ সেপ্টেম্বর সকালে এ্যাসাইনমেন্ট জমা দিতে বাড়ি থেকে পায়ে হেটে স্কুলে রওনা দেয় আমার মেয়ে। এর পর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি স্কুলে যাওয়ার পথে যাত্রাপুর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে লাউপালা এলাকার রাশেদুজ্জামান বাপ্পি (৩৫) তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে। ১৩ সেপ্টেম্বর আমরা বাপ্পিসহ সাতজনকে আসামি করে বাগেরহাট থানায় মামলা করি। কিন্তু এখনও আমারা আমাদের মেয়েকে খুঁজে পাইনি।’

মামলার অন্য আসামিরা হলেন, বাপ্পির ভাই হাছিব হাওলাদার, বন্ধু হরিচাঁদ দাস, মিঠু শেখ, বাবু হাওলাদার, মনিরুল ও সজীব শেখ।

অপহৃত শিক্ষার্থীর মা বলেন, ‘এক বছর আগে থেকে বাপ্পি আমার মেয়েকে উত্যক্ত করতে শুরু করে। বিষয়টি আমরা বাপ্পির পরিবারকে জানায়। কিন্তু কোনো প্রতিকার পাইনি। শেষ পর্যন্ত সে আমার মেয়েকে অপহরণ করে ছাড়ল। যেকোন মূলে আমি আমার মেয়েকে ফিরে চাই।’ এ সময় তিনি মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

অপহৃত কিশোরীর মা আরো বলেন, ‘বাপ্পির দুটি বউ ও ছোট ছোট দুটি সন্তান আছে। এরপরেও সে এলাকার অনেক কিশোরী মেয়েদের দীর্ঘদিন ধরে উত্যক্ত করছে। ’

বাগেরহাট মডেল থানার এসআই মো. সেরাজুল ইসলাম বলেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর। আশাকরি খুব দ্রুত অপহৃত কিশোরীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে সক্ষম হব।’

টুটুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়