ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কেন্দ্র দখল করে ব্যালটে সিল, ভোটগ্রহণ স্থগিত  

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৮ নভেম্বর ২০২১  
কেন্দ্র দখল করে ব্যালটে সিল, ভোটগ্রহণ স্থগিত  

নেত্রকোনায় নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। এসময় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় তারা।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাও মিশনারি স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রের প্রিজাইডিং আব্দুল বাতেন জানান, ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকার মনোনীত প্রার্থী এ বি এম সিদ্দিক মণ্ডলসহ তার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে সকল এজেন্টদের বের করে দেয়। এসময় পোলিং এজেন্টসহ অনেককে মারধরও করেছে তারা। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ওই কেন্দ্র থেকে ২৭৩টি চেয়ারম্যান, ১০০টি সংরক্ষিত এবং ১০০টি মেম্বার পদের ব্যালট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

দেবল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়