ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিখোঁজদের সন্ধানে স্বজনদের আহাজারি

ইমরান হোসেন, বরগুনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:২২, ২৪ ডিসেম্বর ২০২১
নিখোঁজদের সন্ধানে স্বজনদের আহাজারি

হাসপাতালে আহতরা। পাশে স্বজনদের আহাজারি। ছবি: রাইজিংবিডি

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড।  নারী ও শিশুসহ বরিশাল মেডিক্যালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৭২ জন।  এখনও নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বরগুনায় মেয়ের শ্বশুড় বাড়ি যাচ্ছিলেন কৃষক বিল্লাল হোসেন (৫৬)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) তিনি রাইজিংবিডিকে জানান, রাত ৩টায় সুগন্ধা নদীর ধানসিড়ি এলাকায় লঞ্চ আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুম থেকে আগুন লেগে ধোয়া বের হতে থাকলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে লঞ্চের ছাদে উঠেন তিনি।  আগুন ছাদ পর্যন্ত পৌঁছালে স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়েসহ নদীতে লাফ দেন।  পরে সাঁতরে তীরে উঠলে মেয়েকে পেলেও স্ত্রীর সন্ধান পাননি।

বিল্লাল হোসেন বলেন, স্ত্রীর সন্ধান চাই। 

নদী পাড়ে অপেক্ষায় থাকা আমেনা খাতুন জানান, তার ভাই ঢাকা থেকে লঞ্চে করে রওনা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছেন না।  আমেনা খাতুন বলেন, আমার ভাইয়ের সন্ধান চাই।

বিল্লাল ও আমেনার মতো অনেকেই সন্ধান পাচ্ছে না স্বজনদের। তারা নিখোঁজ স্বজনদের জন্য আহাজারি করছেন।

ইমরান/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়