ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ইভটিজিং রোধে মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১১ জানুয়ারি ২০২২  
শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ইভটিজিং রোধে মতবিনিময়

জয়পুরহাটের শিক্ষাপ্রতিষ্ঠান এলাকাগুলোতে ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা হয়েছে। 

পৌর শহরের হাজী বদর উদ্দিন রোড, বঙ্গবন্ধু রোড, মাদ্রাসা রোডসহ বিভিন্ন এলাকায় ইভটিজিং রোধে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে সচেতনতামূলক এই মতবিনিময় হয়। 

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পী, মামুনুর রশিদ, মতিউর রহমান বাবু, হায়দার আলী পলাশ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

বক্তারা বলেন, শহরের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা রেখে বাইরে এসে কিশোরীদের ইভটিজিং করতে না পারে, সেজন্য পরিবারের সদস্য ও একে-অপরকে সচেতন করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইভটিজিং মুক্ত সামাজিক পরিবেশের বিকল্প নেই।

শামীম/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়