ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে ১০ লাখ পোনাসহ  ৯ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ জানুয়ারি ২০২২  
বাগেরহাটে ১০ লাখ পোনাসহ  ৯ জেলে আটক

বাগেরহাটের মোংলায় আহরণ নিষিদ্ধ ১০ লাখ পাইস্যা মাছের পোনাসহ ৯ জেলেকে আটক  করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের তিন হাজার টাকা করে জরিমানা করা হয়

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ এই পোনা জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- মো. হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। 

আটককৃত জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মংলার পশুর নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় জেলেদের কাছ থেকে ১০ লাখ পাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের তিন হাজার টাকা করে জরিমানা করেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম ও অভিযান চালানো কোস্টগার্ডের সদস্যরা।

টুটুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়