ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রদীপের দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন আরো ৫ জন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৯ এপ্রিল ২০২২  
প্রদীপের দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন আরো ৫ জন 

প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারন

অবৈধ সম্পদ অর্জনের দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে করা মামলায় আরো ৫ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আসামির উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। 

মামলার সাক্ষীরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. নুরুল হুদা, চন্দিমা শীল, মাহমুদুল হাসান, জুলিয়ান সেতেরা ও বিআরটিএ’র মোটরযান শাখার পরিদর্শক আনোয়ার হোসেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ ৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর আগে এই মামলায় আরো ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়। এ নিয়ে এই মামলায় মোট ১৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। 

মঙ্গলবার সাক্ষীরা প্রদীপের পাঁচলাইশ এলাকার প্লটের ব্যাপারে প্রতিবেদন এবং বিআরটিএ’র প্রদীপের দুটি গাড়ির প্রতিবেদন দাখিল করেছেন। এই সময় প্রদীপকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন হয় আদালতে। এই মামলায় প্রদীপের স্ত্রী চুমকি কারন পলাতক আছেন।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়