ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লালমোহনে বেইলি সেতু ভেঙে ট্রাক খালে

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৭ মে ২০২২   আপডেট: ১৩:৫৬, ১৭ মে ২০২২
লালমোহনে বেইলি সেতু ভেঙে ট্রাক খালে

ভোলার লালমোহনের ডাওরী বাজারের খালের ওপর থাকা বেইলি সেতুটি ভেঙে গেছে। এ সময় এ সময় সেতুর ওপর থাকা একটি ট্রাক খালে পড়ে যায়। এদিকে সেতু ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে একটি পাথর বোঝাই ট্রাক বেইলি সেতুটি পার হচ্ছিল। এ সময় হঠাৎ সেতুটি ট্রাকসহ ভেঙে খালে পড়ে যায়। অতিরিক্ত পণ্যবাহী যানবহন সেতুটির ওপর দিয়ে যাতায়াত করায় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ। 

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রসস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ সেতুটি দেওয়া হয়েছিলো। এর পাশেই নতুন করে বেইলি সেতু নির্মাণ করছে সড়ক ও জনপদ বিভাগ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে।

মনজুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়