নিরাপত্তা প্রহরী খুনে পার্কের মালিক, ম্যানেজার ও জামাই গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের নিরাপত্তা প্রহরী সবুজ শিকদার (২৫) কে গলাকেটে হত্যার ঘটনায় পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম ও তার জামাতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম (৬৮), পার্ক মালিকের জামাতা রাজু মিয়া (২৭) ও পার্কের ম্যানেজার শাহীনুর রহমান শাহীন (৩২)।
বুধবার সন্ধ্যায় নিহত সবুজের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে পার্কের মালিক মোজাম্মেলসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ (বৃহস্পতিবার) দুপুরে দিনাজপুরের জেলহাজতে পাঠানো হয়েছে।
মোসলেম/টিপু
আরো পড়ুন