শ্রীপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
গাজীপুরের শ্রীপুরে সাব্বির (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা কলাবাগানের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাব্বির ঝালকাঠি জেলার রাজাপুর থানার হাঙ্গারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নিহতের বড় ভাই ইমরান হোসেন বলেন, ‘আমি মাওনা চৌরাস্তায় একটি শোরুমে চাকরি করি। ছোট ভাই মাদকাসক্ত ছিল, তাই গ্রাম থেকে এখানে নিয়ে এসেছিলাম। দেড় মাস ধরে এখানেই আছে। সকালে আমার কাছ থেকে রুমের চাবি নিয়ে আসে ঘুমাবে বলে। বেলা সাড়ে ১১টার দিকে রুমে আসলে দরজা বন্ধ পাই। অনেক ডাকাডাকির পরেও ভেতর থেকে দরজা না খুললে সজোরে ধাক্কা দেই। এতে দরজা খুলে যায়। তখন ভাইকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
রফিক/কেআই
আরো পড়ুন