ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পঞ্চগড়ে নৌকাডুবি: ৪৫ দিন পর আরো এক লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৯ নভেম্বর ২০২২  
পঞ্চগড়ে নৌকাডুবি: ৪৫ দিন পর আরো এক লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবি ঘটনার ৪৫ দিন পর আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট থেকে লাশটি উদ্ধার হয়।

উদ্ধার হওয়া লাশটি ভুপেন ওরফে পানিয়ার। তিনি দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের ছত্রশিকারপুর এলাকার মদন রায়ের ছেলে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ সেপ্টেম্বর মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাটে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। শ্যালো ইঞ্জিনচালিত ওই নৌকায় করে শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। 

এঘটনায় নিখোঁজের সংখ্যা ছিলো ৭২ জন। এর মধ্যে টানা কয়েকদিন উদ্ধার অভিযান চালিয়ে ৬৯ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। আজ আরেকজনের লাশ উদ্ধার হলো। ওই ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

আবু নাঈম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়