ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ১৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৪৫, ১৮ জানুয়ারি ২০২৩
কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের আলাল মিয়া (২০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাজতি আলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার দিদারুল বলেন, আলাল মিয়া মাদকাসক্ত ছিলেন। গতকাল আলাল মিয়া অসুস্থ হয়ে পড়লে বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলাল মিয়ার মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আইন অনুযায়ী লাশ বুঝিয়ে দেওয়া হবে।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়