ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী, শিক্ষক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী, শিক্ষক কারাগারে

হবিগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী।  এ অভিযোগে করা মামলায় মক্তবের শিক্ষক আহাদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আহাদ মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আহাদ মিয়া (৫০) হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের মৃত নীলু মিয়ার ছেলে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ইয়াকুব আলী এ তথ্য জানান।  

আহাদ মিয়ার জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, আহাদ উত্তর বামকান্দি জামে মসজিদের মক্তবের শিক্ষক। গত বুধবার ভোরে উত্তর মকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী সেখানে আরবি পড়তে যায়। এ সময় শিক্ষক তাকে ধর্ষণ করেন। অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন গিয়ে আহাদ মিয়াকে আটক করে সদর মডেল থানায় খবর দেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়