ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩  
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা 

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহের ওপর হামলার প্রতিবাদে খুলনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিএমএ ভবন খুলনার কাজী আজহারুল হক মিলনায়তনে সাংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। 

ডা. বাহারুল আলম বলেন, হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামীকাল বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। ভুল অপারেশনের অভিযোগ তুলে এক রোগীর স্বজনরা তাকে মারধর করেন। 

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়