ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ৩১ মে ২০২৩   আপডেট: ২২:১৬, ৩১ মে ২০২৩
বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

খোকনের এ বাড়িটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।

আরো পড়ুন:

আরও পড়ুন: জোড়া খুন: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুলসহ আসামি ৭০

বিএনপি নেতাকর্মীরা জানান, আজ বিকেলে বাড়ির প্রধান ফটকের ছোট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।পরে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান আসছারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। ঘরের প্রতিটি কক্ষ ও আসবাপত্র আগুনে পুড়ে গেছে। আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

হৃদয়/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়