ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৬ জুন ২০২৩  
বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। সেখানে প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৭.৪৫ টায় ও সর্বশেষ জামাত সকাল ৮.৩০ টায় হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

আরো পড়ুন:

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ঈদের জামায়াতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

এ ছাড়া বাগেরহাটের খান জাহান মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৭.৩০ টায়, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজী আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭.৩৫ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
 

শহিদুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়