সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুর আরেক সহযোগী গ্রেপ্তার
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আসলাম মিয়া (৩৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার পূর্ব কামালের বার্ত্তী এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, রিমান্ডে থাকা অবস্থায় আসামিদের জিজ্ঞাসাবাদে আসলামের নাম পাওয়া যায়। কিন্তু ঘটনার পর থেকে আসলাম সীমান্ত এলাকায় পালিয়ে ছিলেন। প্রথমে তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হওয়ার পর তিনি সীমান্ত এলাকায় অবস্থান নেন যাতে অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে পারেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুর ৩টার দিকে তাঁকে বকশীগঞ্জ থানায় আনা হয়েছে।
জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, গ্রেপ্তার আসলাম মিয়াকে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) আদালতে পাঠানো হবে।
থানা-পুলিশ সূত্র জানায়, সাংবাদিক রব্বানির ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার আগেই ১৩ জনকে আটক করা হয়। ১৭ জুন সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে প্রধান আসামি মাহমুদুল আলমকে আটক করে র্যাব। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ১৮ জুন আদালত তাঁদের সবাইকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠান। ২২ জুন রিমান্ড শেষে আসামিদের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে রেজাউল করিম ও মো. মনিরুজ্জামান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। একদিন পর রিমান্ড শেষে হত্যার দায় স্বীকার করে প্রধান আসামি মাহমুদুল আলম ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। আসলামসহ আলোচিত হত্যা মামলাটিতে এ নিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।
সেলিম/ মাসুদ