ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

তাড়াশ পৌরসভার প্রথম মেয়র আব্দুর রাজ্জাক

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৭ জুলাই ২০২৩  
তাড়াশ পৌরসভার প্রথম মেয়র আব্দুর রাজ্জাক

আব্দুর রাজ্জাক

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক। সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি ৮ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে আব্দুর রাজ্জাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ। তিনি ৪ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাড়াশ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে আব্দুর রাজ্জাককে জয়ী ঘোষণা করেন।

তাড়াশ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, তাড়াশ পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্য শতকরা ৮১.৫৬ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ছাড়াও মেয়র পদে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল শেখ (জগ) শহিদুল ইসলাম (নারিকেল গাছ) ও আল-আমিন (মোবাইল)। ৯টি ওয়ার্ডে ৪৫ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠিত হওয়ার ৬ বছর পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই পৌরসভায়। 

অদিত্য/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়