ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

কুলাউড়ার জঙ্গি আস্তানায় অভিযান, গুলি-ডেটোনেটর উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৫ আগস্ট ২০২৩   আপডেট: ২১:০৬, ১৫ আগস্ট ২০২৩
কুলাউড়ার জঙ্গি আস্তানায় অভিযান, গুলি-ডেটোনেটর উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশালী এলাকায় জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান চালিয়ে ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৬ কেজি হাই এক্সক্লুসিভ পাউডার, ৯৫টি ডেটোনেটর ও কয়েকটি রামদা জব্দ করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট। তবে সেখান থেকে কেউ আটক হননি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আছাদুজ্জামান একথা জানান। 

আছাদুজ্জামান জানান, স্থানীয় জনগণ ও কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলামের সহযোগীতায় সিটিটিসি ও পুলিশের দল গতকাল সোমবার জঙ্গিদের আটক করে। আজ তাদের নিয়ে অভিযান চালানো হয়। এসময় জঙ্গিদের আরও একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। অভিযান সকাল ৭টার দিকে শুরু হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়।

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গতকাল সোমবার আটককৃতরা হলেন- নাটোর জেলার বাগাতি পাড়া থানার গাঁওপাড়া গ্রামের জুয়েল মাহমুদ(২৮), সিরাজগঞ্জ জেলার পুরাবাড়ি গ্রামের সোহেল তানভীর রানা (৩০), কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ শ্রীকুল গ্রামের সাদমান আরেফিন ফাহিম (২১), একই থানার মধ্যম মংনোয়া গ্রামের মো. ইমতেজার হাসসাত নাবীব (১৯), যশোর জেলার মোল্লাপাড়া গ্রামের ফাহিম খান (১৭), পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকোলা গ্রামের মো. মামুন ইসলাম (১৯), গাইবান্ধা জেলার গোবিন্দবক্স থানার চাদপাড়া গ্রামের রাহাত মন্ডল (২৪), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার পূর্ব দত্তেরচর গ্রামের সোলাইমান মিয়া (২১),  নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলা কান্দাইল গ্রামের আরিফুল ইসলাম (৩৪), বগুড়া জেলার সারিয়াকান্দি থানার হাটশিপুর গ্রামের মো. আশিকুল ইসলাম (২৯), পাবনা জেলার আইকুলা গ্রামের মামুন ইসলাম (২৬), ঝিনাইদহ জেলার ছায়াইল গ্রামের তানভীর রানা (২৪), সাতক্ষীরা জেলার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের জুয়েল শেখ (২৫), পাবনা জেলার আতাইকুলা থানার কয়জুড়ি শ্রীপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৮), পাবনা জেলার সাথিয়া থানার দারামোদহা গ্রামের মো. আবির হোসেন (২০), মাদারীপুর জেলার পূর্ব চিয়াইপাড়া গ্রামের মেহেদী হাসান মুন্না (২৩) ও টাঙ্গাইল জেলার ধানবাড়ী থানার মুমিনপুর গ্রামের কোয়েল (২৫)। 

হামিদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়