ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জঙ্গি সন্দেহে তুলে নেওয়ার ৫ বছর পর মুক্তি পেলেন খুবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৪৯, ৮ জুলাই ২০২৫
জঙ্গি সন্দেহে তুলে নেওয়ার ৫ বছর পর মুক্তি পেলেন খুবির দুই শিক্ষার্থী

সোমবার রাতে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর মোহাম্মাদ অনিক এবং মোজাহিদুল ইসলাম

জঙ্গি সন্দেহে তুলে নেওয়ার ৫ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর মোহাম্মাদ অনিক এবং মোজাহিদুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) রাতে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। গত সপ্তাহে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৮ জুলাই) ওই দুই শিক্ষার্থীদের আইনজীবী আকতার জাহান রুকু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সহপাঠীরা জানিয়েছেন, ২০২০ সালের ৮ জানুয়ারি নুর মোহাম্মাদ অনিক এবং মোজাহিদুল ইসলামকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কৌশলে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৭ দিন অজানা স্থানে রেখে তাদের ওপর নির্যাতন চালানো হয়। ওই বছরের ২৫ জানুয়ারি তাদেরকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই তাদেরকে খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ির গ্যারেজে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর একে একে তাদের বিরুদ্ধে আরো চারটি মামলা করে পুলিশ। সেই থেকে তারা কারাবন্দি ছিলেন। গ্রেপ্তারের সময় নূর মোহাম্মদ অনিক খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও মোজাহিদুল ইসলাম রাফি পরিসংখ্যান ডিসিপ্লিনে পড়তেন।

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরে নুর মোহাম্মাদ অনিক এবং মোজাহিদুল ইসলামের মুক্তির দাবিতে খুবি ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন সহপাঠী, রুমমেট, শিক্ষক ও পরিবারের সদস্যরা। পরে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

আইনজীবী আকতার জাহান রুকু বলেছেন, নুর মোহাম্মাদ অনিক এবং মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে ছয়টি মামলা দেওয়া হয়। এর মধ্যে দুটি মামলায় খালাস, দুটি মামলায় জামিন এবং সোনাডাঙ্গা থানার দুটি মামলায় সাজা দেওয়া হয়েছে। সাজা হওয়া দুটি মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হয়।

আদালত গত সপ্তাহে জামিন মঞ্জুর করেন। আশুরার ছুটি থাকায় তিন দিন পর আদেশ কারাগারে এসে পৌঁছায়। সোমবার সন্ধ্যায় তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়