ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনায় যুবলীগের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২১ আগস্ট ২০২৩  
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনায় যুবলীগের বিক্ষোভ

২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু প্রমুখ।

আরো পড়ুন:

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করে দেশরত্ম শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু তাদের সেই চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। যারা দেশ জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিহত করতে হবে।

গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমানসহ যেসকল আসামি এখনও গ্রেপ্তার হয়নি, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সেইসঙ্গে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেয়ার আহ্বান জানান।

শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়