বাগেরহাটে দোকানের দেয়াল ভেঙে ৯০ ভরি স্বর্ণালংকার চুরি
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে প্রণব জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় চোররা প্রায় ৯০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছেন বলে দাবি করেছেন দোকানটির মালিক।
গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের রেলরোডস্থ প্রবির কুমার সরকারের স্বর্ণের দোকানে এই চুরির ঘটনাটি ঘটে।
শনিবার (২৬ আগস্ট) দোকান মালিক প্রবির কুমার বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। শুক্রবারও দোকান বন্ধ ছিল। রাতে দোকানে কেউ ছিল না। আজ সকালে ঘুম থেকে উঠে শুনি আমার দোকানে চুরি হয়েছে। পরে এসে দেখি চোররা পেছনের দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে এবং প্রায় ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। চোররা আমার দোকানের অন্য জিনিসপত্র তছনছ করে রেখে গেছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, প্রণব জুয়েলার্সে চুরির খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জুয়েলার্সের মালিকের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শহিদুল/ মাসুদ