সরাইলে ব্যাংকের এজেন্ট শাখায় চুরি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চোররা জালনার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৯ লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার কালিকচ্ছ উত্তর সড়ক বাজার হামিদুল হক টাওয়ারে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল থানা পুলিশ ও পিবিআই।
ইসলামী ব্যাংক এজেন্ট শাখা পরিচালনাকারী হাফেজ মো. আনসার আলী বলেন, প্রতিদিনের মতো গতকাল সোমবার সন্ধ্যায় ৬টায় দিকে লেনদেন শেষে ব্যাংকটির এজেন্ট শাখা বন্ধ করে চলে যান তারা। আজ সকালে ব্যাংকিং কার্যক্রম চালু করতে এজেন্ট শাখা ভবনে প্রবেশ করে দেখেন গ্রিল কাটা ও সিন্দুকটি ভাঙা। চুরি হয়ে গেছে নগদ ৯ লাখ টাকা ও সিসি ক্যামেরার যন্ত্রাংশ।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা রয়েছে। শাখাটি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনসার নামের এক ব্যক্তি। তিনি গতকাল রাতে শাখাটি বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দেখেন অফিসের জালনার গ্রিল কাটা। ভেতরে রক্ষিত সিন্দুকটি ভেঙে সেখানে থাকা ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোররা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
মাইনুদ্দীন/ মাসুদ