ঢাকা     সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩০

ঘোড়াউত্রা নদীতে স্পিডবোট-নৌকা সংঘর্ষ, শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
ঘোড়াউত্রা নদীতে স্পিডবোট-নৌকা সংঘর্ষ, শিশু নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে গেছে। এসময় নদীর পানিতে পড়ে চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাসের কাছে ঘোড়াউত্রা নদীতে ঘটনাটি ঘটে।

নিখোঁজ শিশুর নাম হুসরাতুল জান্নাত। সে ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবিব জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠামইন উপজেলা সদরের রাষ্ট্রপতির ঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে ভাড়ায় চালিত একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বালিখোলা যাচ্ছিল। রাওনা দেওয়ার কয়েক মিনিট পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাসের কাছে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাঝ নদীতে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু জান্নাত। সে তার বাবা-মার সঙ্গে স্পিডবোটে করে বাড়িতে যাচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। কাল সকালে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়