ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

অবরোধে ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৫৬, ১২ নভেম্বর ২০২৩
অবরোধে ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক। অবরোধের সমর্থনে নগরীর কোথাও কোনও নেতাকর্মীকে মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি। তবে, অবরোধের প্রতিবাদে ময়মনসিংহ নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল কম থাকলেও আন্তঃজেলা সড়কগুলোতে নিয়মিত বাস চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কে ইজিবাইক, নসিমন, রিকশাসহ ছোট যান চলাচল করছে প্রতিদিনের মতো স্বাভাবিক। রাস্তায় মানুষের চলাচলও বেড়েছে। দোকানপাট, মার্কেট ও শপিংমল খুলতে দেখা গেছে অন্যান্য দিনের মতো।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অবরোধের কোনো প্রভাব নেই ময়মনসিংহে। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। জনসাধারণের নিরাপত্তা প্রদানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়