ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৪ ডিসেম্বর ২০২৩  
ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

ফেনীতে নাশকতার সরঞ্জামসহ দুই অবরোধকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন (৩৩) এবং ফেনী সদর উপজেলা যুবদল নেতা সালমান ফারসী (৩৫)।

পুলিশ সুপার জাকির হাসান জানান, গত কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ফেনী বড় বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং, গাড়ি ভাঙচুর ও বিভিন্নস্থানে অগ্নিসংযোগ করছে। আজ সোমবার সকালে ওইসব এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। তখন ফেনী শহরের চাড়ীপুর রাস্তার মাথা এলাকা থেকে নাশকতার চেষ্টার সময় চটের বস্তায় রাখা লোহার তৈরি বিভিন্ন সরঞ্জামসহ ইকবাল হোসেন ও সালমান ফরাসীকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়