চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
বিএনপি জামায়াতের চলমান অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায় বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং চালক ও হেলপারের গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা মামলায় ৩ ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন এক ব্রিফিংয়ে এতথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান।
সংবাদ ব্রিফিং-এ জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগের নেতৃত্বে ১০/১২ জন খুলশী থানাধীন দামপাড়াস্থ সোহাগ বাস কাউন্টারের সামনে থেকে মশাল মিছিল শুরু করে। এসময় পুলিশ লাইন্স আবাসিক গেইট সংলগ্ন রিলাক্স বাস কাউন্টারের সামনে অবস্থানরত ঢাকা মেট্রো-ব-১২-১৮৬৩ রিলাক্স ট্রান্সপোর্ট লি. এর একটি বাস ভাঙচুরসহ বিস্ফোরক পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির চালক তারেক ও হেলপার নাজিম উদ্দিন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে, নেতাদের নির্দেশনায় মূলত বাস চালক ও হেলপার হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে জনগণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
মোসা. সাদিরা খাতুন জানান, থানায় মামলা হওয়ার পর ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১২টার দিকে খুলশী ও চান্দগাঁও থানা এলাকা অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।
রেজাউল/মাসুদ
- ৮ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ১০ মাস আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ১০ মাস আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ১০ মাস আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ১০ মাস আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ১০ মাস আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১০ মাস আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ১১ মাস আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ১১ মাস আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ১১ মাস আগে সাভারে বাসে আগুন
- ১১ মাস আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ১১ মাস আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ১১ মাস আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ১১ মাস আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০
- ১১ মাস আগে নোয়াখালীতে বাসে অবরোধকারীদের হামলা, আহত ৩