ঢাকা     শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ৪ ডিসেম্বর ২০২৩  
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পাশের টেনিস গ্রাউন্ডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পরপর দুটি ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়। ওইসময়ে টেনিস গ্রাউন্ডে  কেউ ছিলেন না। যার কারণে কেউ হতাহত হননি।

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাছান বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে। অফিসার্স ক্লাবে লাগানো সিসিটিভি ক্যামেরায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে, শিগগির তাদেরকে গ্রেপ্তার করা হবে।

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়