ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

সাভারে বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৯, ৬ ডিসেম্বর ২০২৩
সাভারে বাসে আগুন

ঢাকার সাভারের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর জামগড়া সড়কের বাড়ৈপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা যাওয়ার পথে বাড়ৈপাড়া এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটিতে ১০-১২ জন যাত্রী ছিলেন। যাত্রীবেশে বাসের পেছনে বসা দুইজন অগ্নিসংযোগ করে পালিয়ে যান। আগুনের কারণে ধোঁয়া উঠলে বাসের চালক ও যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে গেছে।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের (ঢাকা অঞ্চল-৪) উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে, আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়