মহানন্দায় শিশুর মৃত্যু, নিখোঁজ ১
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৫৬, ১৪ নভেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিখোঁজ হয় আরও এক শিশু।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুনপাড়া মহানন্দা নদীতে ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীতে গোসল করার সময় মাহমুদ উল্লাহ ডুবে যায়। তাকে বাঁচাতে সিফাত নদীতে ঝাপ দিলে সাঁতার না জায়না সেও নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সিফাতকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
মেহেদী/মাসুদ