ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবসহ ২ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:৩৩, ২২ নভেম্বর ২০২৩
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর বড়ইতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সমাবেশ থেকে ফেরার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। ফরিদপুরের কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গাফফার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক আব্দুল গাফফার জানান, তারা কোতয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তামিম/বকুল