ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাজশাহী-৩

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এমপি আয়েন উদ্দিন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৪৮, ১৬ ডিসেম্বর ২০২৩
নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এমপি আয়েন উদ্দিন

আয়েন উদ্দিন

আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

এবার স্বতন্ত্র প্রার্থীদের হিসেবে আওয়ামী লীগ দলীয় নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে আয়েন উদ্দিন বলেছেন, ‘সারাজীবন নৌকাকে জেতানোর জন্য কাজ করেছি। এখন নৌকার বিপক্ষে ভোট করা আমার জন্য কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক। আমি ভোট করতে পারব না।’

তাহলে মনোনয়নপত্র তুললেন কেন? এমন প্রশ্নে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, ‘মনোনয়ন না পেয়ে রাজশাহী এলাম। এয়ারপোর্টে হাজার হাজার কর্মী-সমর্থক। কাউকে ডাকিনি, তারা নিজেরাই এসেছিল। আমাকে কাছে পেয়ে কান্নাকাটি শুরু করল। আবেগে আমিও চোখের পানি ফেলেছি। মনোনয়ন না পেয়েও এটি আমার জন্য বড় পাওয়া। তাদের সান্তনা দেওয়ার জন্য বলেছি, তারা চাইলে নির্বাচনে অংশ নেব। কিন্তু মন থেকে সেটা বলিনি।’

তিনি বলেন, ‘মনোনয়ন তুলেই আমি ঢাকা চলে গিয়েছি। এক সপ্তাহ পরে রাজশাহী এলাম। আমি নির্বাচন করলে তো কর্মসূচি চালিয়ে যেতাম। সেটা করিনি। এই সময়ের মধ্যে আমার অতি ঘনিষ্ঠদের বলেছি নৌকার জন্য কাজ করতে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা সবাই মিলে নৌকার জয় এনে নেত্রীকে উপহার দেব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন পড়াশোনা শেষ করে ঠিকাদারি করতেন। ২০১৪ সালের নির্বাচনে দলের মনোনয়নে প্রথমবার এ আসন থেকে সংসদ সদস্য হন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নৌকার টিকিট পান। এবার মনোনয়ন না পেলেও কেন্দ্রের ওপর তার কোনো অভিমান নেই।

স্থানীয় কিছু নেতা তাকে ‘রাজাকারপুত্র’ হিসেবে আখ্যায়িত করায় মনে কষ্ট আছে জানিয়ে আয়েন উদ্দিন বলেন, ‘আমার বাপ-মা রোজা থেকে নৌকায় ভোট দিতে গিয়েছে। ছোটবেলায় নিজের চোখেই দেখেছি। বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগ করেছি। আমার বাপ রাজাকার হলে তো আমি শিবির করতাম। আমার পুরো বংশই আওয়ামী লীগের লোক। সেই আমাকে বলা হয়েছে রাজাকারপুত্র। আমার মরা বাপকে নিয়ে এ কথা বলায় কষ্ট পেয়েছি। রাজনীতির জন্য আসলে এটা বলা ঠিক না।’

রাজশাহী-৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি ২০১৮ সালের নির্বাচনেও এ আসনে মনোনয়ন চেয়েছিলেন। তখন থেকেই আসাদের সঙ্গে আয়েন উদ্দিনের দূরত্ব। সেই দূরত্ব মিটিয়ে এবার আসাদের নৌকার জন্যই কাজ করার কথা বলছেন এমপি আয়েন উদ্দিন।

কেয়া/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়